কুবেরের কিস ডে

 ব্রা অন্তর্বাস
 
কুবের সকাল থেকেই কপিলার পিছনে ঘুরছে। তার মতলব খারাপ। সে আজ কপিলার থেকে কিস নিয়েই ছাড়বে ।
একটু আগেই গোসল সেরে কপিলা ছাদে এসেছে কাপড় শুকাতে। কুবের দেয়ালের পিছন থেকে দৌড়ে এসেই কপিলাকে চাইপ্পা ধরে। বলে, কিস দিবি কিনা বল?
কপিলা ভয় পেয়ে বলে দিব দিব অবশ্যই দিব। আগে কাপড় গুলো শুকাতে দেই।

কুবের কৌশলে কপিলার কি যেন একটা শর্ট ড্রেস নিজের পকেটে পুরে ফেলে। কপিলা কাপড় দেয়া শেষে বলে তুই দাড়া আমি আসছি। এসেই কিস দেব!
কুবের আনন্দে আত্মহারা হয়ে লজ্জায় চোখ বন্ধ করে। একি হচ্ছে তার সাথে। এত সহজে কপিলা রাজি হবে সে স্বপ্নেও ভাবেনি। 

এসব ভাবতে ভাবতেই কপিলার গলা শুনতে পেয়ে চোখ খুলেই দেখে কপিলা তার মুখের সামনে একটা ঠোঙা নিয়ে দাঁড়িয়ে আছে।
বলে, এই নে তোর কিস। কুবের বলে, এটা তো পলিথিন ব্যাগ।
কপিলা বলে, আমাদের গ্রামের বাড়ি রংপুরের ভাষায় ঠোঙাকেই কিস বলে।
এটা শুনে কুবের, চিৎকার করে পড়ে অজ্ঞান হয়ে যায়!

আর কপিলা, কুবেরের পকেটে হাত ঢুকিয়ে তার ড্রেসটা নিয়ে বাসায় চলে যায়।
আর গাইতে থাকে,
আহা আজি এ বসন্তে,
কত ফুল ফোটে
কত পাখি গায়ায়ায়ায়।
Previous
Next Post »

আপনি কি কুবের কে কিছু বলতে চান? তাহলে সেটা মন্তব্য করে ফেলুন এখনি! EmoticonEmoticon