বিছানা বিড়ম্বনা

মাঝে মধ্যে দু-একটা বিয়ে করতে হয় । ইহা চিরন্তন সত্য না হইলেও মিথ্যাও বলা যায়না । যাহোক বিবাহ নিয়ে আমার সমস্যা নাই । আমার সমস্যা হইলো অন্য যায়গায়।

 সেটা হলো, এক বিছানায় দুইজন ঘুমানো । ইহা কিভাবে সম্ভব? 
একটা সুবিশাল খাটে একজন ঘুমানোর যে আনন্দ, যে স্বাধীনতা, যে মজা, যে প্রাইভেসি সেটা কি অন্য মানুষের সাথে বিছানা শেয়ারে পাওয়া যায়? নিজের খাটে নিজে যেভাবে হাত পা ছুড়ে শুয়ে থাকা যায় অন্য মানুষের সাথে তা সম্ভব না ।

সেটা বাদ দ্যান। বিয়ের পর একসাথে বেড শেয়ার করে ওসব আজেবাজে কাজ করলে দেখি কেউ কিচ্ছু বলেনা । এদের দেখাদেখি আজকাল স্কুল কলেজের ছেলেমেয়েরাও এসব খারাপ কাজ করা শিখে গেছে । যারা বিয়ে করে ওদের নুন্যতম একটা সেন্স থাকা উচিৎ ।

১) বিয়ের আগে যেমন খারাপ কাজ করা যায় না বিয়ের পরেও করা যায়না । এটা মাথায় রাখতে হবে । 

২) বিয়ে করলেই এক বিছানায় শোয়া নয় ।

 ৩) প্রত্যেকটা মানুষের তার নিজের বিছানায় একা ঘুমানোর অধিকার আছে । তাকে সেই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না ।

 ৪) বিয়ের পর স্বামী স্ত্রীকে আলাদে বিছানায় ঘুমানোর ব্যাবস্থা করে দিতে হবে ।

 ৫) তারা একত্রে ঘুমাতে চাইলে জোর করে আইন প্রয়োগ করে বাধা দিতে হবে । #প্রতিবাদ
Latest
Previous
Next Post »

আপনি কি কুবের কে কিছু বলতে চান? তাহলে সেটা মন্তব্য করে ফেলুন এখনি! EmoticonEmoticon