অভিমান ও অপেক্ষা



অন্ধকার চলে মিটিমিটি আলো ডিঙিয়ে 
আমি বল তুমি বল সবাই নেশায় মাতাল
ছিড়ে নৌকা কাগজের জলে ডুবছে পাতাল
অথচ তুমি হাসোনা বলেই আলো হাসেনা । 
যদি তীরে এসে তরী ডোবে
তুমি কাঁদবে কি ভুল ভেবে
ভাবো আমি আর নেই  তোমার
সেই কাগজের নৌকটা হয়ে ।
তুমি হাসোনা বলেই আলো হাসে না
পৃথিবীর বুকে ভালবাসা আসেনা ।
আমিতো মরিচীকা নই
তবুও শত ভুল কত সহজে মেনে লই  
কখোনো বেদনা নিয়ে আমায় ভেবোনা
আমি কারো ভাবনায় পথের
কাঁটা হতে চাইনা । 
যদি বিধাতার সৃষ্টির কোনো উদ্দ্যেশ্য থাকে
নিশ্চই হবে দেখা দুজনাতে
আমি চীর কৃতজ্ঞ থাকবো
দেখতে তোমার অনুতপ্ত অনূশোচনায়
প্রান ফিরে পাওয়া ভালবাসাতে ।



কবিতাঃ- অভিমান ও অপেক্ষা
রচনাঃ প্রয়াস মাসুম
Previous
Next Post »

আপনি কি কুবের কে কিছু বলতে চান? তাহলে সেটা মন্তব্য করে ফেলুন এখনি! EmoticonEmoticon