লেইস ফিতা

কুবের হন্তদন্ত হয়ে একটা লেইস ফিতা হাতে নিয়ে শপিং মলের দিকে যাচ্ছে। কপিলা কুবের কে কিসের যেন একটা রঙিন ফিতা গিফট করেছে। বলেছে এই ফিতাটা কিসের তা কুবেরকে বলতে হবে এবং এর জন্য সেই জিনিসটাও আনতে হবে, তবেই সে কুবের কে ভালবাসবে। এছাড়া নয়।
কুবের এসব খুব একটা ভাল বুঝেনা। সে ভাবলো এটা কোন জুতার ফিতাই হবে। জুতা ছাড়াও পাজামায় ফিতা থাকে কিন্তু তা অনেক বড় হবে। এই ছোট ফিতার মতন জিনিস আরও অন্যান্য  পোষাকে থাকতে পারে এটা কুবের জানেনা। তাই সে শপিং মলে যাচ্ছে ফিতার জন্য ম্যাচিং করে জুতা কিনতে ।
যাওয়ার সময় কুবেরের ন্যাংটা কালের সুসময়ের বন্ধু শম্ভু কুবেরের সামনে পড়ে। কুবের তাকে ভুতের বাচ্চা বলে ভাবে। শম্ভুর চেহারা সুরত কিছুটা ভুতের মতই। এর উপর সিদ্ধিলাভ করে আরও বড় মাপের ভুতে পরিনত হয়েছে সে।

শম্ভু জিজ্ঞেস করে, কিরে তুই কই যাস? কুবের যদিও শম্ভুকে পছন্দ করেনা তবুও সব খুলে বলে। কারন কুবের জানে শম্ভু খুব জাউরা পোলা। চেহারা যেমন ভুতের মত, তেমনি বুদ্ধিও ভুতের চেয়ে কম নয়।
শম্ভু কুবের কে বলে আমি জানি এটা কি। কুবের বলে তাইলে বলনা এটা আসলে কি?
এরকম একটা আমার ট্রাউজারের ভিতরও আছে। মাঝে মাঝে বড় হয়। আবার ছোট হয়।
বলিস কি কই দেখিতো!
শম্ভু তার ট্রাউজারের থেকে ইলাস্টিক টা বের করে দেখায়।
কুবের বলে আসলেই তো। কিন্তু এটা তো বড়ও হয়না ছোটও হয়না। তুই মনে হয় আজকে আবার গাঞ্জা খাইছস। যা ভাগ আমার সামনে থেকে।
কুবের শপিং মলেই যায়। গিয়ে জুতা দোকানে ঢুকেই মেয়েদের জুতার সাথে মিলায়, কনভার্সের সাথে মিলায় কিন্তু কিছুতেই মিলেনা। দোকানের এক সেলসম্যান তাকে হেল্প করতে এগিয়ে আসে।
স্যার আমি কি আপনাকে হেল্প করতে পারি।
কুবের ফিতাটা এগিয়ে দেয়। সেলস ম্যান তো এটা হাতে নিয়েই বিব্রত। দুইটা কাশি দিয়ে বলে এক্সকিউজমি স্যার, এটা আসলে এখানে পাবেন না।
তাহলে কোথায় পাবো?
এটা পাবেন আমাদের ঠিক পিছনের শপটায়। "সানি লিওন" স্টলে।
কুবের বলে ভাই "ওমর সানির" নাম শুনেছি কিন্তু সানি লিওনের নাম তো আজকে প্রথম শুনলাম।
সেলস ম্যান কিছু না বলেই চলে যায়।


অবশেষে কুবের সানি লিওন স্টল খুঁজে পায়। কিন্তু সে লজ্জায় ভিতরে ঢুকতে পারেনা। সেখানে মেয়েরা কি যেন কিনছে।
কুবেরের কানে বেজে ওঠে সেই বিখ্যাত গান "একি লজ্জা, একি শিহরন।"
Previous
Next Post »

আপনি কি কুবের কে কিছু বলতে চান? তাহলে সেটা মন্তব্য করে ফেলুন এখনি! EmoticonEmoticon