জিও প্রশ্ন ফাঁস!

ফেব্রুয়ারির এক তারিখ থেকেই দেশের অন্যতম বড় পাবলিক পরিক্ষা এসএসসি, দাখিল, সমমানের  পরিক্ষা শুরু। তাই অযোগ্য মন্ত্রী নাহিদ অনুরোধ করেছেন ফেসবুক বন্ধ রাখতে। এর চাইতে তামাশা আর কিই বা হতে পারে!
একচুয়েলি সহনীয় মাত্রায় প্রশ্ন তো ফাঁস হবেই। 

প্রশ্ন ফাঁস
 

এটা উনিও জানেন আর যারা পরিক্ষার্থী তারাও জানে। কিন্তু দেখা যায় যে উনারা যাদের কাছে প্রশ্ন ফাঁস করেন তারা কেউ কেউ আবার স্বীয় পকেট পুরার ধান্দায় অথবা লোক দেখানো মানবিক কারনে নিজেদের বন্ধু কিংবা এলাকার ফটোকপি দোকানে বিক্রি করে সব অসহনীয় করে ফেলে। 

যাকে বলা হয় চোরের উপর বাঁটপারি! এতে উনাদের সুযোগ ও সুনাম দুটোই নষ্ট হয়। তাই উনারা প্রশ্ন ফাঁস নয় বরং প্রশ্ন ফাঁসের উপর ফাঁসকারিদের ব্যাবসা বন্ধ করে নিজেদের রাস্তা ক্লিয়ার করার ব্যাবস্থা করছেন।
ইটস ঠু সিম্পল টু থিংক!
জিও কাকাকা 
Previous
Next Post »

1 Comments:

Write Comments

আপনি কি কুবের কে কিছু বলতে চান? তাহলে সেটা মন্তব্য করে ফেলুন এখনি! EmoticonEmoticon